রংপুরের নোহালী ইউনিয়ন পরিষদ ২৫/০৬/২০১৩ ইং তারিখে ইউপি চত্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চলতি অর্থ বছরের জন্য প্রায় পৌঁনে ২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রাণী রায়। উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে নোহালী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ টিটুল সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি মোঃ আশরাফ উদ্দিন মিঞা, নজরুল ইসলাম, তাজ মিয়া, রাজু মিয়া, আব্দুল হক, মতিয়ার, একতারুল, লতিব মিয়া, ও সংরক্ষিত সদস্য রোখছানা বেগম, প্রমূখ।ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ টিটুল ২০১৩-২০১৪ সালের বিস্তারিত বাজেট ঘোষনা করেন। বাজেটের খাতওয়ারী আয় হচ্ছে- বসতবাড়ীর কর ১ লাখ ৫ হাজার টাকা, ব্যবসা প্রতিষ্ঠানের কর ১ লাখ ৪ হাজার টাকা, বিনোদন কর ৪ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ কর্তৃক আদায়কৃত কর ৫ লাখ ১০ হাজার টাকা, সরকারীভাবে প্রাপ্ত ৩০ লাখ ২৮ হাজার ৫২০ টাকা, সংস্থাপন খাতে আয় ২ লাখ ১০ হাজার ৪২০ টাকা, ভুমি হস্তান্তর, বৃক্ষ ও জন্ম-মৃত্যু সনদ হতে আয় ৪০ হাজার টাকা, স্থানীয় সরকার হতে আয় ৬০ হাজার টাকা এবং ব্যাংক ব্যালেন্স ৩৫ হাজার ১৫০ টাকা ২০ পয়সা। মোট আয় ৫৫ লাখ ৩২ হাজার ৬ টাকা ৪৪ পয়সা। খাতওয়ারী ব্যয় হবে- নিজস্ব ও সংস্থাপন ব্যয় ২৫ হাজার ৪৫ টাকা, আনুষাঙ্গিক ব্যয় ৫০ হাজার ৪৮০ টাকা, উন্নয়ন ও পূর্ত কর্মসূচী ব্যয় ৯০ হাজার ২৫৪ টাকা, অন্যান্য ব্যয় ৮০ হাজার ৪৮ টাকা এবং ব্যাংক ব্যালেন্স ৫৬ হাজার ৬১ টাকা ৩ পয়সা।