নোহালী ইউনিয়ন পরিষদের যোগাযোগ ব্যবাস্থা:
নোহালী থেকে বরাই বাড়ী: নোহালী ইউনিয়ন পরিষদ থেকে বরাই বাড়ী পর্যন্ত ভ্যান দ্বারা যেতে হয়।(ভাড়া-৩০ টাকা)
বরাই বাড়ী থেকে উপজেলা:বরাই বাড়ী হইতে উপজেলা পর্যন্ত অটো রিকশা দ্বারা যেতে হয়।
(ভাড়া-১৫ টাকা)।
উপজেলা থেকে জেলা:উপজেলা থেকে জেলা পর্যন্ত অটো রিকশা দ্বারা যেতে হয়।(ভাড়া-১৫ টাকা)
রংপুর শহর থেকে ঢাকা শহর:রংপুর শহর থেকে ঢাকা শহর পর্যন্ত বাস দ্বারা যেতে হয়।(ভাড়া-৫০০ টাকা)
নোহালী ইউনিয়ন থেকে রংপুর যেতে যোগাযোগ ব্যবাস্থা বেশির ভাগ সময় কষ্টকর হয়ে দ্বারায়। যোগাযোগ ব্যাবস্থা কষ্টকর হওয়া সত্বেও এখানকার জনসাধারন রংপুর যেতে পিচপাহ হয় না।অটো রিকশা,ভ্যান ছাড়াও অনেক সময় বাস বা বাইসাইকেল দ্বারা যাতায়াত করে থাকেন।তবে ঢাকা শহরে যেতে বেশিরভাগ জনসাধারন বাস ব্যবহার করেন তাছাও অনেক সময় কার,মোটরসাইকেল ও ব্যবহার করে থাকেন।আর এইটিই হল নোহালী ইউনিয়ন পরিষদের যাতায়াত ব্যবস্থা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস